Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
সেবার তালিকা
বিস্তারিত


সেবার তালিকা


ক্রঃনং প্রদেয় সেবা সমূহ/ সেবার নাম সেবা প্রদানের পদ্ধতি সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনী ফি/ ট্যাক্র/ আনুসাংগিক খরচ সংশিস্নষ্ট আইন-কানুন/বিধি-বিধান সেবা প্রদানকারী/বাসত্মবায়নকারী


১। অভ্যনাতরীন খাদ্য শস্য সংগ্রহ (ধান,চাল,গম) চাতাল, বয়লার,চিবনীযুক্ত লাইসেন্সধারী মিলারগনের পারীক্ষক মিলিং ক্ষমতা অনুসারে প্রয়োজনীয় জামানত গ্রহন পূর্বক চাল বরাদ্দ প্রদান করা হয়। চুক্তিপত্র সম্পাদনের পর চাল সরবরাহ পর্যমত্ম ১৫ দিন ৩০০ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে চুক্তিপত্র স্বাক্ষর, মোট বরাদ্দকৃত চালের মূল্যের ২% হারে এবং নিyুর্দশনা অনুযায়ী বসত্মার মূল্য জামানত (ফেরত যোগ্য)। অভ্যমত্মরীন সংগ্রহ নীতিমালা/২০১০ ১। জেলা খাদ্য নিয়ন্ত্রক২। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক৩। ভারপ্রাপ্ত কর্মকর্তা, এল, এস, ডি।


২। ও এম এস কার্যক্রম ক)তালিকাভুক্ত ময়দা কলের আবেদনের প্রেক্ষিতে উপ-বরাদ্দ প্রদান এবং নির্ধারিত মূল্য চালানের মাধ্যমে জমা নিশ্চিত হওয়ার পর বিলি আদেশ জারী।খ) ও এম এস ডিলার নিয়োগ করতঃ সল্প আয়ের জনসাধারনের মধ্যে নির্ধারিত মুল্যে খাদ্য শস্য বিতরন। শনিবার ব্যতিত সকল দিবসে। ক) ৩০০ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকার নামা।খ) ৫০,০০০/-টাকা জামানত ( ফেরত যোগ্য)গ) ফুড গ্রেইন লাইসেন্স ফি ৬০০/-টাকা (কর ব্যতীত)।আবেদনের ৭ কর্ম দিবসের মধ্যে উপ- বরাদ্দ এবং গমের মূল্য জমা হওয়া মাত্র দেওয়া হয়। ক) মিলের মাধ্যমে গম পেষাই এবং ফলিত আটা সুলভ মূল্যে ও এম এস এ বিক্রয়।খ) ও এম এস নীতিমালা/২০১৫ ১। জেলা খাদ্য নিয়ন্ত্রক২। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক৩। ভারপ্রাপ্ত কর্মকর্তা, এল, এস, ডি।


৩ । খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে হতদরিদ্রদের মাঝে ন্যায্য মূল্যে খাদ্যশস্য সরবরাহ। ইউনিয়ন পর্যায়ে ভোক্তা (হতদরিদ্র) নির্বাচন ও ডিলার নিয়োগ করে খাদ্য শস্য বিতরন। উপজেলা কমিটি কর্তৃক নির্ধারিত।সপ্তাহে ২ বা ৩ দিন। ক) ফুড গ্রেইন লাইসেন্স ফি ৬০০/-টাকা (কর ব্যতীত)।খ) ৩০০ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকার নামা।গ) ২০,০০০/-টাকা জামানত (ফেরত যোগ্য)। খাদ্য বান্ধব কর্মসূচী নীতিমালা/২০১৭ ১। জেলা খাদ্য নিয়ন্ত্রক২। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক৩। ভারপ্রাপ্ত কর্মকর্তা, এল, এস, ডি।


৪। ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের মাঝে সল্প মূল্যে খাদ্যশস্য সরবরাহ। সকল সরকারী দপ্তর হতে প্রাপ্ত তালিকা অনুযায়ী নিয়োগকৃত ডিলারের মাধ্যমে। মাসে ২০ কেজি চাল, সপ্তাহে শুক্র, শনি ও মঙ্গলবার ক) ফুড গ্রেইন লাইসেন্স ফি ৬০০/-টাকা (কর ব্যতীত)।খ) ৩০০ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকার নামা।গ) ২৫,০০০/-টাকা জামানত (ফেরত যোগ্য)। সরকারী কর্মচারীদের ফেয়ার প্রাইস কার্যক্রমে খাদ্য শস্য বিতরন নীতিমালা/২০১১ ১। জেলা খাদ্য নিয়ন্ত্রক২। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক৩। ভারপ্রাপ্ত কর্মকর্তা, এল, এস, ডি।


৫। খাদ্য শস্য লাইসেন্স ইস্যু করন। আবেদনকারীর পূনাঙ্গ তথ্য এবং তৎসম্পৃক্ত রেকর্ডপত্র যাচাই করে খুচরা লাইসেন্স ইস্যু করন। পূর্নাঙ্গ তথ্য সহ আবেদন দাখিলের ১৫ কর্ম দিবসের মধ্যে লাইসেন্স ফি সমূহঃক) খুচরা ব্যবসায়ী=১,০০০/- ( ১৫% ভ্যাট সর্ব ক্ষেত্রে) এস.আর.ও১১২,১১৩,২৬৭,ও ২৬৮ অনুসারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক


৬। ক)Essential Priority/Others Priority খাতে খাদ্য শস্য সরবরাহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ,জেলখানা, আনসারসহ অত্যবশ্যকীয় খাতে সরবরাহ চহিদার ভিত্তিতে তাৎক্ষনিকভাবে। ক) সেনাবাহিনীকে ধারে সরবরাহখ)বিজিবি, পুলিশ, আনসার, জেলখানা কর্মচারীদের ভূর্তকীমূল্যে চালানের মাধ্যমে টাকা জমা দিয়ে সরবরাহ করা হয়। সরকারী নির্দেশ অনুসারে। ১। জেলা খাদ্য নিয়ন্ত্রক২। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক৩। ভারপ্রাপ্ত কর্মকর্তা, এল, এস, ডি।


খ) অন্যান্য খাতে বিতরন ও এম এস, খাদ্য বান্ধব, ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীর ফেয়ার প্রাইস, ভিজিডি, ভিজিএফ, টি আর, কাবিখা,ও জি আর চহিদার ভিত্তিতে তাৎক্ষনিকভাবে। ক) ও এম এস, খাদ্য বান্ধব, ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীর ফেয়ার প্রাইস সরকার নির্ধারিত মূল্যে চালানের মাধ্যমে টাকা জমা নিশ্চিত হওয়ার পর সরবরাহ করা হয়।খ) ভিজিডি, ভিজিএফ, টি আর, কাবিখা, জি আর খাতে যথাযথ চাহিদা পত্রের মাধ্যমে বিতরন করা হয়।


৭। সংগৃহীত ধান ছাঁটায়ের ব্যবস্থা গ্রহন আগ্রহী মিলারদের সাথে চুক্তি সম্পাদনের মাধ্যমে। সরকার নির্ধারিত সময় পর্যমত্ম। চুক্তিবদ্ধ আগ্রহী মিলারদের মাধ্যমে সংগৃহী.ত ধানের ১১০% জামানত (ফেরত যোগ্য) গ্রহন করা হয়। অভ্যমত্মরীন সংগ্রহ নীতিমালা/২০১০ ১। জেলা খাদ্য নিয়ন্ত্রক২। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক৩। ভারপ্রাপ্ত কর্মকর্তা, এল, এস, ডি।


৮ । পেনশন নিষ্পিতি, টাইম স্কেল প্রদান, না-দাবী প্রদান ইত্যাদি সংস্থাপন সম্পর্কিত কার্যক্রম মন্ত্রনালয়/অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ১০ কর্ম দিবসের মধ্যে সকল সরকারী কর্মকর্তা/ কর্মচারীদের মধ্যে ১। জেলা খাদ্য নিয়ন্ত্রক২। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক৩। ভারপ্রাপ্ত কর্মকর্তা, এল, এস, ডি