Wellcome to National Portal
Main Comtent Skiped

আমাদের অর্জন সমুহ

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা


সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:


খাদ্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,বাজিতপুর,কিশোরগঞ্জ এর উদ্যোগের ফলে উল্লেখিত সময়ে বাজারে খাদ্যশস্যের সরবরাহ এবং বাজার মূল্য স্থিতিশীল ছিল। বিগত ৩ বছরে অভ্যন্তরীণ উৎস হতে বাজিতপুর উপজেলায় মোট ৪২০০ মে.টন চাল সংগ্রহ করা হয়েছে। এছাড়া প্রায় ৩২০০ মে.টন খাদ্যশস্য (চাল ও গম) সামাজিক উন্নয়নমূলক খাতসহ বিভিন্ন খাতে বিতরণ করা হয়েছে। কৃষকদের অধিক হারে প্রণোদনা প্রদানের লক্ষ্যে ২০২০-২১ অর্থ বছরে ১৬০০ মে.টন ধান সরাসরি কৃষষরে নিকট হতে ক্রয় করে কৃষকের ব্যাংক একাউন্টে ধানের মূল্য পরিশোধ করা হয়েছে। হতদরিদ্র জনসাধারণকে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধীকারমূলক খাদ্যবান্ধব কর্মসূচি গৃহীত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে অত্র উপজেলায় প্রায় ৪২১৬ পরিবারকে বছরের ৫ মাস প্রতি কেজি চাল মাত্র ১০ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করা হচ্ছে। বর্তমান সরকারি খাদ্য গুদামের ধারণক্ষমতা ২০০০ মে.টনে উন্নীত করা হয়েছে।


সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:


ক্রমবর্ধমান জনসংখ্যা, বিদ্যমান দারিদ্র ও অপুষ্টি দূরীকরণে কার্যকর খাদ্য ব্যবস্থাপনা পরিচালনা এবং সরকারি পরিকল্পনা ও বাজেট অনুযায়ী আপদকালীন খাদ্য নিরাপত্তা মজুত নিস্পত্তির Innovative কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা, তাছাড়া সুনির্দিষ্ট আদ্রতার ধান ও চাল সংগ্রহ করা, বাজার মূল্য বৃদ্ধির প্রাক্কালে ধান চাল ও গম সংগ্রহ করা, ২০০০ মে.টন ধারণ ক্ষমতার গুদাম নিয়ে ৩০০০ মে.টন খাদ্যশস্য সংগ্রহ করা, মাত্র ২ টি অটো মিল থেকে উপজেলায় বিনির্দেশ মানের চাল সংগ্রহ করা, হাওড় অঞ্চলে কোন মিল না থাকায় সেখানকার সংগ্রহ ও ধান ছাঁটাই করা, রাস্তা না থাকায় হাওড় অঞ্চলের জনগনের কাছে খাদ্য সহায়তা পৌছে দেয়া ইত্যাদি সমস্যা ও চ্যালেঞ্জ সমূহ আমাদের সামনে রয়েছে।


ভবিষ্যৎ পরিকল্পনা:


২০২৫ সালের মধ্যে গুদামের ধারণক্ষমতা ৩০০০ মে. টনে উন্নীতকরণ। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে খাদ্য ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিকরণ। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে পুষ্টি ও জলবায়ু পরিবর্তনের অভিযোজন অন্তর্ভূক্ত করে নিন্ম আয়ের জনগণ বিশেষ করে তৈরী পোষাক শিল্প, ৪র্থ শ্রেণী কর্মচারী, স্বল্প আয়ের বৃহৎ শিল্প শ্রমিক ও গ্রামীণ জনগণের জন্য নিয়মিত কর্মসূচিতে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ সময়োপযোগীকরণ। সরকারী পর্যায়ে খাদ্যশস্য সংগ্রহ, বিতরণ কার্যক্রম ও অফিস ব্যবস্থাপনা ডিজিটাল সিস্টেম প্রবর্তণ।


২০২২-২৩ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

• মাত্র ১০ টাকা কেজি দরে ৪২১৬ পরিবারের মধ্যে ৬৩০ মে.টন খাদ্যশস্য বিতরণ;

• কৃষকদের প্রণোদনা মূল্য প্রদান এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ়করণের লক্ষ্যে ৩০০০ মে.টন খাদ্যশস্য সংগ্রহ;

• বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে সামাজিক নিরাপত্তা খাতে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচিতে ২৫০০ মে.টন খাদ্যশস্য বিতরণ;

• বাজারমূল্য স্থিতিশীল ও প্রাপ্ত্যতা নিশ্চিতকরণের জন্য ওএমএস খাতে ৫০০ মে.টন খাদ্যশস্য বিতরণ;